আধুনিক যুগে মানুষের ব্যস্ততা বেড়েই চলেছে। প্রতিযোগিতার কারণে আত্মোন্নয়ন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছেন। সকাল সকাল ঘুম থেক উঠে বাইরে শ্রম ঢেলে সময়মতো ঘুমাতে যাওয়াতে আত্মোন্নয়ন হয় না। এখানে বিশেষজ্ঞরা ১০টি বইয়ের তালিকা দিয়েছেন। এগুলো পড়লে আপনার জীবনধারা বদলে যাবে। পড়ে থাকলে তো কথাই নেই। আর না পড়লে চেষ্টা করে দেখতে পারেন। ১.