Monday 26 December 2016

A STAR-MAN, AT LEAST...

 Collect  from Shorobor


The sea is calm today. Last night it was not. There was a terrible tempest. The shoreline became white with starfish on the sand. A lame boy was limping—picking the live starfish and throwing them back into the sea.
A wise sage saw the boy. There are millions of starfish in one beach. There are hundreds of such shorelines.
‘Dear son, you are wasting your time and energy’, said the Sage, ‘How many can you save? What difference will it make to this world?’
‘Dear sir, for you, it’s meaningless. But for this starfish—it is its life.’
The old man shrugged and left. Summer morning it is—the meadow, bright and green. On his way back, the Sage was thinking, ‘for me it’s nothing. For the starfish, it is its life. Life.’
After a while, a man and a boy were seen throwing live starfish into the sea.

Wednesday 23 November 2016

খোলাচিঠি


বরাবর
গভর্নর
বাংলাদেশ ব্যাংক
ঢাকা -১০০০ ।

বিষয়: গৃহনির্মান সহ সকল আগাম/ঋন ব্যবস্থায় সাধারন পদ্ধতির পাশাপাশি ইসলামী পদ্ধতি চালু করন প্রসঙ্গে ।


জনাব

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ । এ দেশের বেশিরভাগ মানুষ দল-মত নির্বিশেষে ধর্ম পরিপালন করে । দেশের বেশিরভাগ মানুষের ধর্মীয় অনুভুতির প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় । এক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকাই ছিল অগ্রগন্য ।

Sunday 18 September 2016

বারবার পড়ে গেলেও, বারবার উঠে দাঁড়াও

Collected

বেয়ার গ্রিলসবেয়ার গ্রিলস দুঃসাহসী এক অভিযাত্রীর নাম। ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেই তিনি বহুল পরিচিত। যুক্তরাজ্যে তিনি সবচেয়ে কম বয়সে প্রধান স্কাউট স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জিকিউ সাময়িকীতে তিনি লিখেছেন, কীভাবে বাঁধা পেরোতে হয়
আমার মনে আছে, তখন আমি বেশ ছোট। প্রচণ্ড শীতের সকালে বাবা আমাকে সমুদ্রের পাড়ে ঘোড়ায় চড়াতে নিয়ে গেলেন। প্রথমে আমাদের ঘোড়া খানিকটা দুলকি চালে হাঁটল, এরপর একসময় দৌঁড়াতে শুরু করল। ঘোড়ার গতির কারণে আমি কিছুক্ষণ পরপর ঘোড়ায় বাঁধা বসার আসন থেকে শূন্যে উঠে যাচ্ছিলাম। বেশ লাগছিল। মনে হচ্ছিল আমি উড়ছি। কিন্তু হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আমি নিজেকে ঠাণ্ডা, নরম বালুর মধ্যে আবিষ্কার করলাম। বাবা মুখে বড় একটা হাসির রেখা টেনে হাততালি দিতে দিতে আমার কাছে এগিয়ে এলেন। বললেন, ‘তুমি কতটা ভালো অশ্বারোহী, সেটা মূল কথা নয়। বরং কতবার পড়ে গিয়ে তুমি কতবার আবার ঘোড়ার পিঠে উঠে বসেছ, সে সংখ্যাটাই বড়। অশ্বারোহন আর জীবন—দুটো ক্ষেত্রেই এটা তোমার কাজে আসবে।’

Tuesday 26 July 2016

Terrorism is the product of USA and Their Alliance



বদরুদ্দীন উমর
test@gmail.com

সাম্রাজ্যবাদই দুনিয়াজুড়ে সন্ত্রাসী তৎপরতার সংগঠক

25 July 2016, Monday

Sunday 12 June 2016

20 Mistakes for Child Raising

From OIEP

বিসমিল্লাহির রাহমানির রাহীম
সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা-বাবা কর্তৃক সংঘটিত এমন কিছু ভুল আমাদের পরিবারগুলোতে ছড়িয়ে পড়েছে, যার ব্যাপারে সমাজের মানুষ অভ্যস্ত হয়ে পড়ায় এগুলোকে ত্রুটি হিসেবে চিহ্নিতই করা হয় না – অথচ তা সন্তানদের বহু সমস্যার মূল।
এখানে ২০টি ভুল নিয়ে আলোচনা করা হল। এগুলোর প্রভাবকে আমরা শক্ত পাথরে ক্রমাগত ফোঁটায় ফোঁটায় পানি পড়ার মত ভাবতে পারি – একটু বিলম্বে হলেও তা পাথরকে ক্ষয় করেই ছাড়বে!
আমরা সাধারণত এই সমস্যাগুলোর ব্যাপারে উদাসীন থেকে একদিন যখন সন্তানদেরকে নিয়ে বড় বিপদে পড়ে যাই, তখন আকস্মিক সমাধান খুঁজি এবং এমন কিছু করে বসি যা প্রথম ভুলের তুলনায় আরও বেশি মারাত্মক।
বরং চিকিৎসার প্রয়োজন পড়ার আগেই রোগ প্রতিরোধ কাম্য।
১. ক্রোধের ধারাবাহিক স্থানান্তর
জীবনযুদ্ধে জর্জরিত বাবা অনেক সময় প্রেসার কুকারের চাপমুক্ত হওয়ার মত ক্রোধ বা হতাশার বাষ্প ছড়িয়ে দেন সন্তানদের কিংবা তাদের মায়ের মধ্যে, পরবর্তীতে ধারাবাহিকভাবে এর স্থানান্তর চলতে থাকে জন থেকে জনে। এর বহি:প্রকাশ ঘটে লঘু পাপে গুরু দণ্ড কিংবা সামান্য কারণে সন্তানদের ওপর রাগারাগি কিংবা তাদেরকে শাস্তি দেয়ার মাধ্যমে।
তাই রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর অভ্যাস গড়ে তোলা চাই। আমাদের সন্তানরা যেন কর্মক্ষেত্রে কিংবা অন্যত্র আমাদের ব্যর্থতার ক্ষোভের লাভা উদ্গিরণের লক্ষ্যবস্তু না হয়।

Wednesday 23 March 2016

Some Books for collection


আধুনিক যুগে মানুষের ব্যস্ততা বেড়েই চলেছে। প্রতিযোগিতার কারণে আত্মোন্নয়ন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছেন। সকাল সকাল ঘুম থেক উঠে বাইরে শ্রম ঢেলে সময়মতো ঘুমাতে যাওয়াতে আত্মোন্নয়ন হয় না। এখানে বিশেষজ্ঞরা ১০টি বইয়ের তালিকা দিয়েছেন। এগুলো পড়লে আপনার জীবনধারা বদলে যাবে। পড়ে থাকলে তো কথাই নেই। আর না পড়লে চেষ্টা করে দেখতে পারেন। ১.

Sunday 28 February 2016

My Home District

From Facebook

আপনিও বেড়াতে আসতে পারেন আমাদের  ঝিনাইদহে
১। ঝিনাইদহে আছে এশিয়ার শ্রেষ্ঠ এবং পৃথিবীর
দ্বিতীয় বিখ্যাত খামার। যেটি ঝিনাইদহের
মহেশপুর থানার দত্তনগরে অবস্থিত। বাংলাদেশের
প্রায় এক তৃতীংশ চাল এখান থেকে আসে।

Tuesday 19 January 2016

CONTRIBUTION OF MUSLIMS IN CIVILIZATION

COLLECTED FROM FACEBOOK

যুগ শ্রেষ্ঠ কয়জন মুসলিম বিজ্ঞানীর নাম ও তাদের অবদান
·
১, রসায়নের জনক - জাবির ইবনে হাইয়ান
২, বিশ্বের শ্রেষ্ঠ ভূগোলবিদ আল-বেরুনি
৩, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক - ইবনে সিনা
৪, হৃদযন্ত্রে রক্ত চলাচল আবিষ্কারক ইবনুল নাফিস
৫, বীজগর্ণিতের জনক - আল-খাওয়ারিজমি
৬,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী - আল-ফারাবি

Wednesday 6 January 2016

WAY TO AL QURAN-1

COLLECT FROM OIEP


(আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামীন)
অর্থাৎ সকল ‘হামদ’ আল্লাহর জন্য নির্ধারিত, যিনি সৃষ্টির প্রতিপালক।
এই আয়াতটির পাঠ তখনই সার্থক হবে যখন ‘আল-হামদু লিল্লাহ’ বলার সাথে সাথে অন্তরে দুটি অনুভূতির জন্ম হবে:
এক: আল্লাহ তাআলার অগণিত নেয়ামত স্মরণে কৃতজ্ঞতার অনুভূতি।
দুই: আল্লাহ তাআলার সুউচ্চ, মহান ও সর্বোত্তম গুণাবলীর স্মরণে তাঁর প্রতি অগাধ ভালবাসা ও ভক্তির অনুভূতি।
‘আল-হামদু লিল্লাহ’ বলার সময় আমাদের অন্তর কি ভালবাসায়, আবেগে ও ভক্তিকে আপ্লুত হয়? না। আমরা তা অনুভব করি না! কেন? কারণ পাপের কারণে অন্তরে মরিচা পড়েছে:
إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله { كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون }
বান্দা যখন একটি গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অত:পর যদি সে বিরত হয়, ইসতিগফার ও তওবা করে, তার অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি পুনরায় গুনাহ করে, তবে দাগ বৃদ্ধি পায়, শেষপর্যন্ত তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলে, আর এটিই হল “আর-রান”1
যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন:
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।2

WAY TO THE JANNAH

COLLECTED FROM OIEP

আল-কুরআনের পরিবার – শান্তির আধার, পৃথিবীর জান্নাত ও আল্লাহর নিকটজন!
পৃথিবীর কণ্টকাকীর্ণ জীবনে শান্তির একমাত্র ঠিকানা আল-কুরআন:
… أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ(২৮)
...জেনে রাখ, আল্লাহর ‘যিকির’ এর দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। 1
একদল মুফাসসিরের মতে এখানে আল্লাহর যিকির দ্বারা উদ্দেশ্য আল-কুরআন।

Sunday 3 January 2016

THIS IS FOR THEM WHO HAVE HEART TO REALIZE.

COLLECTED FROM FACEBOOK

                                                                   ভুমিকম্প কেন হয়?

আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত, আল্লাহর নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে, জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)। [তিরমিযি কতৃক বর্ণিত, হাদিস নং – ১৪৪৭] এই হাদিসের মাঝে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আল্লাহ মহানের পক্ষ থেকে জমিনে কখন ভুমিকম্পের আজাব প্রদান করা হয় এবং কেন প্রদান করা হয়।