Wednesday, 16 December 2015

WHO ARE THE TERRORISTS AND EXTREMISTS IN THE LIGHT OF HISTORY

 Collected from Facebook.

১। হিটলার, একজন অমুসলিম ।৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো । মিডিয়া একবার ওতাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!
২। জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম। সে ২০মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে
   ধুঁকে ধুঁকে মারা গেছে । মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!


৩। মাও সে তুং একজন অমুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ সন্ত্রাসী!
৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে! সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান সন্ত্রাসী!
৫ । অশোকা (কালিঙ্গা বেটল) ১লক্ষ মানুষ হত্যা করেছে! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু সন্ত্রাসী!
৬ । আর জজ বুশ ইরাকে,আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে! মিডিয়া তো বলে নাই,খৃষ্টান সন্ত্রাসী!
৭ । এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষন,লুটপাট,উচ্ছেদ করছে! তবুও কোনো মিডিয়া বলে না
বৌদ্ধরা সন্ত্রাসী ! ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে অমুসলিমরা। আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত !এবার আসুন একটু হিসাব মিলাই------
ক। যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?
খ। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?
গ। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা
করেছিল, তারা কি মুসলিম ছিল?
ঘ। যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কিমুসলিম ছিল ?
ঙ।যারাআমেরিকাআবিষ্কারেরপরনিজেদেরপ্রভাববিস্তারেরজন্য,উত্তরআমেরিকাতে১০মিলিয়ন এবংদক্ষিনআমেরিকাতে৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারাকি মুসলিম ছিল?
চ। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল । যাদের৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিলএবং তাদের মৃত দেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ছিল?
উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিল না।
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে। যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয়
অপরাধ! আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন এটাকে
বলা হয় ইসলামী জঙ্গীবাদ।

No comments:

Post a Comment