From OIEP
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা-বাবা
কর্তৃক সংঘটিত এমন কিছু ভুল আমাদের পরিবারগুলোতে ছড়িয়ে পড়েছে, যার ব্যাপারে
সমাজের মানুষ অভ্যস্ত হয়ে পড়ায় এগুলোকে ত্রুটি হিসেবে চিহ্নিতই করা হয় না –
অথচ তা সন্তানদের বহু সমস্যার মূল।
এখানে ২০টি ভুল নিয়ে আলোচনা করা হল।
এগুলোর প্রভাবকে আমরা শক্ত পাথরে ক্রমাগত ফোঁটায় ফোঁটায় পানি পড়ার মত ভাবতে
পারি – একটু বিলম্বে হলেও তা পাথরকে ক্ষয় করেই ছাড়বে!
আমরা সাধারণত এই সমস্যাগুলোর ব্যাপারে
উদাসীন থেকে একদিন যখন সন্তানদেরকে নিয়ে বড় বিপদে পড়ে যাই, তখন আকস্মিক
সমাধান খুঁজি এবং এমন কিছু করে বসি যা প্রথম ভুলের তুলনায় আরও বেশি
মারাত্মক।
বরং চিকিৎসার প্রয়োজন পড়ার আগেই রোগ প্রতিরোধ কাম্য।
১. ক্রোধের ধারাবাহিক স্থানান্তর
জীবনযুদ্ধে জর্জরিত বাবা অনেক সময় প্রেসার
কুকারের চাপমুক্ত হওয়ার মত ক্রোধ বা হতাশার বাষ্প ছড়িয়ে দেন সন্তানদের
কিংবা তাদের মায়ের মধ্যে, পরবর্তীতে ধারাবাহিকভাবে এর স্থানান্তর চলতে থাকে
জন থেকে জনে। এর বহি:প্রকাশ ঘটে লঘু পাপে গুরু দণ্ড কিংবা সামান্য কারণে
সন্তানদের ওপর রাগারাগি কিংবা তাদেরকে শাস্তি দেয়ার মাধ্যমে।
তাই রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর
অভ্যাস গড়ে তোলা চাই। আমাদের সন্তানরা যেন কর্মক্ষেত্রে কিংবা অন্যত্র
আমাদের ব্যর্থতার ক্ষোভের লাভা উদ্গিরণের লক্ষ্যবস্তু না হয়।