Wednesday, 14 June 2023

Whom Allah love or not

اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُتَوَکِّلِیۡنَ

নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালবাসেন। :১৫৯

اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنۡ کَانَ خَوَّانًا اَثِیۡمًا

নিশ্চয় আল্লাহ ভালবাসেন না তাকে, যে খিয়ানতকারী, পাপী। :১০৭

وَ اللّٰهُ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ

আল্লাহ ফাসাদকারীদের ভালবাসেন না। :৬৪

اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ

নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালবাসেন না। :১৪১

اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ

নিশ্চয় তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে। :৫৫

اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ

নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। :৫৮

اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ کُلَّ خَوَّانٍ کَفُوۡرٍ

আল্লাহ কোন খিয়ানাতকারী, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। ২২:৩৮

اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرٍ

নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ৩১:১৮

اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ

নিশ্চয় আল্লাহ যালিমদের পছন্দ করেন না। ৪২:৪০

اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ

নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। :১৯০

اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ

নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন। :১৯৫

اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ

নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। :২২২

وَ اللّٰهُ لَا یُحِبُّ کُلَّ کَفَّارٍ اَثِیۡمٍ

আর আল্লাহ কোন অতি কুফরকারী পাপীকে ভালবাসেন না। :২৭৬

فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡکٰفِرِیۡنَ

তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না। :৩২

فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ

তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন। :৭৬

وَ اللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیۡنَ

আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালবাসেন। :১৪৬



ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ

আল্লাহ্ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন। :৪২

وَ اللّٰهُ یُحِبُّ الۡمُطَّهِّرِیۡنَ

আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। :১০৮

اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡتَکۡبِرِیۡنَ

নিশ্চয় তিনি অহঙ্কারীদের পছন্দ করেন না। ১৬:২৩

اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ

নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালবাসেন। ৪৯:

اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِهٖ صَفًّا کَاَنَّهُمۡ بُنۡیَانٌ مَّرۡصُوۡصٌ

নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। ৬১:

 

No comments:

Post a Comment