Monday, 19 September 2022

শয়তানের কার্যক্রম

শয়তানের উপর কোরআনের  আয়াত ও হাদিস

ডক্টর উমর সুলায়মান আল আশকার এর লেখা বই(মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) সহ কয়েকটি বই এবং আলেমদের বক্তব্য থেকে কয়েকটি পয়েন্ট আনার চেষ্টা করেছি।

শয়তান মানবজাতির জন্য অনেক বড় একটি ফিতনা ও কেয়ামত পর্যন্ত চলমান এক যুদ্ধের সেনাপতি ।তাই কোরআনে তার ব্যাপারে বিস্তারিত ভাবে আমাদের সাবধান করা হয়েছে।

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَا تَّخِذُوْهُ عَدُوًّا ۗ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ

"শয়ত্বান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ কর। সে কেবল তার দলবলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়।"
( Fatir 35: Verse 6)

قَا لَ فَبِعِزَّتِكَ لَاُ غْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَ
"সে বলল- আপনার ক্ষমতার কসম! আমি ওদের সব্বাইকে অবশ্যই পথভ্রষ্ট করব।"
(Sad 38: Verse 82)

ثُمَّ لَاٰ تِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَا نِهِمْ وَعَنْ شَمَآئِلِهِمْ ۗ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ

"তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পেছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে, তাদের কাছে অবশ্যই আসব, তুমি তাদের অধিকাংশকেই শোকর আদায়কারী পাবে না।"
(Al-A'raf 7: Verse 17)

وَقَا سَمَهُمَاۤ اِنِّيْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَ

"সে শপথ করে তাদের বলল, ‘আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী।’"
(Al-A'raf 7: Verse 21)

শয়তানের কার্যক্রমের সামারি হলো সকল মন্দ কাজের আহ্বান জানায় এবং ভালো কাজে বাধা দেয়,

কোরআন ও হাদিসে শয়তানের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মকৌশল বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দীর্ঘমেয়াদি লক্ষ্য

-যা জান্নাত থেকে বঞ্চিত করা জাহান্নামে নিয়ে যাওয়া

স্বল্পমেয়াদী লক্ষ্য

-কুফর ও শির্কে লিপ্ত করা
-গুনাহতে লিপ্ত করা
-মুমিনদের মাঝে ঘৃণা ও বিদ্বেষ তৈরি করা
-মন্দ ও অশ্লীল কাজ করানো এবং আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা
-আল্লাহর আনুগত্যে বাধা প্রদান ও তার আনুগত্য করানো
-নেক আমল ধ্বংস করে দেওয়া
-মানসিক ও শারীরিক ভাবে মানুষের ক্ষতি করা

কৌশল সমূহ :
১.কোরআনের সাথে দুরুত্ত্ব তৈরি করা
২.খারাপ কাজকে সৌন্দর্য মন্ডিত করা (আদম আলাইহিস সালাম এর উদাহরণ)
৩.ভয় দেখায়
৪.সন্দেহ তৈরি করা
৫.নগ্নতার দিকে আহবান করে
৬.আল্লাহর স্মরন খেকে দুরে রাখা
৭. নামাজে মনোযোগ নষ্ট করা
৮.রাগ ও তাড়াহুড়া
৯.বিভেদ তৈরি করা
১০.দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি
১১.স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ
১২.মিথ্যা কামনা বাসনা
১৩.মানবিক দুর্বল জায়গায় আক্রমণ
১৪. আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা
১৫. মৃত্যুর সময় পথভ্রষ্ট করা
১৬.কাজে গড়িমসি ও অলসতা
১৭.শয়তান ধাপে ধাপে কাজ করে
১৮.কল্যাণকামী হিসেবে আসে

শয়তান থেকে রক্ষার হাতিয়ার

১.ঈমান ও তাকওয়াক্কুল
২.ইখলাস
৩.আল্লাহর কাছে আশ্রয়
৪.কোরআন তেলাওয়াত ও যিকির
৫.ওজু সালাত
৬.তওবা ইস্তেগফার
৭.ঘরকে শয়তানের উপকরন দুর করা
৮.পরিবারকে রক্ষা করা
৯.শয়তানের বিরোধীতা করা
১০.দৃষ্টি অবনত করা
১১.অপচয় রোধ করা
১২.সাবধানতা ও সতর্কতা

গভীর ইলম,ঈমান, শয়তানকে মোকাবেলা করা ও সরল পথে থাকার মত প্রচন্ড শক্তি না থাকলে এই চক্রান্ত থেকে পলায়ন করা অসম্ভব- ইবনুল কাইয়ুম।

No comments:

Post a Comment