Monday, 19 September 2022

ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কর্ম ও অবদান

রিভিউ -১
মরহুম ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বক্তব্য ও বইয়ের কতিপয় গুরুত্বপূর্ণ কিছু দিক
১.প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের রেফারেন্স নিয়ে আসার চেষ্টা করেছেন।
২.কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী এবং পরবর্তী প্রজন্ম তাবেঈ ও তাবে তাবেয়ী গণের উপর নির্ভর করেছেন।
৩.হাদীসের বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে পূর্বের মুহাদ্দিস এবং বর্তমান সময়ের মুহাদ্দিসগনের মতামতকে উল্লেখ করেছেন এবং হাদিসের শিক্ষক হিসেবে উনার নিজের মতামত ও দিয়েছেন।
৪.দাওয়াতের ক্ষেত্রে ফিকহী মতভেদ কে পরিহার করে কোরআন ও হাদিসের মৌলিক বিষয় গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন।
৫. নিজের জ্ঞান এবং পাণ্ডিত্য দেখানোর চেয়ে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য যে আবেগ, ভালোবাসা, আন্তরিকতা, নম্রতা ও ভাষা প্রয়োজন তা ব্যবহার করেছেন।
৬.প্রত্যেকটা বিষয়ের উপর লেখার ক্ষেত্রে ওই বিষয়ের উপরে যত রেফারেন্স আছে সামগ্রিক কোরআন ও হাদিসে, পূর্বের এবং বর্তমান যারা স্কলার তাদের মতামত কে সামনে নিয়ে এসেছেন।
৭.মুসলিমদের যে জামায়াত বা ঐক্য তা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য যে মূল মানুষের অন্তর তা পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। ছোটখাটো বিষয় নিয়ে যাতে কোনভাবে ঐক্য বিনষ্ট না হয় আজীবন তার চেষ্টা করেছেন।
৮.ইসলাম ও মুসলিমদের নিয়ে খ্রিস্টান মিশনারীদের যে চক্রান্ত তা তথ্য-উপাত্ত দিয়ে তুলে ধরেছেন এবং মুসলিমদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন।
৯.সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি ব্যক্তি ও পরিবারে ইসলামকে আপোষহীনভাবে ধারণ করার ওপর গুরুত্ব দিয়েছেন।
১০.ইসলামের যে বিষয়টা যতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়কে ততটুকু গুরুত্ব প্রদান করা এর কম বেশি না করার ব্যাপারে বলেছেন।
১১.দাওয়াতের ক্ষেত্রে তাওহীদ ও আখেরাত কে সামনে নিয়ে আসা এবং বান্দার সাথে আল্লাহর কানেকশন তৈরি করে দেওয়া, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে তুলে ধরার চেষ্টা করেছেন।
আরো অনেক বৈশিষ্ট্য আছে আপনারা কমেন্টে একটু বলবেন প্লিজ
বি.দ্র:আমার আসলে কোন ভাষার উপরে তেমন দখল নাই। আমার মূল ফোকাস হলো মেসেজটা পৌঁছে দেওয়া। সে ক্ষেত্রে শব্দের ব্যবহার, বাক্যের ব্যবহার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে ভয়েস টাইপিং এর জন্য কিছু বানান ভুল হতে পারে সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পাশাপাশি কোন পরামর্শ থাকলে দয়া করে দিলে আমি কৃতজ্ঞ থাকব।
চলবে -----ইনশাআল্লাহ

 

1 comment: