Monday 19 September 2022

ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কর্ম ও অবদান

 রিভিউ -২ রাহে বেলায়াত বই পার্ট-১ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের rokomari.com এ বিক্রিত বই গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বই হল রাহে বেলায়াত। আমি এই বইয়ে আলোচিত মৌলিক বিষয়গুলোর ছোট্ট একটি সামারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১.বইয়ের ভূমিকায় উনি লিখেছেন, ইসলামের অন্যতম লক্ষ্য তাযকিয়া বা আত্মশুদ্ধি। শির্ক, কুফর, বিশ্বাসের দুর্বলতা, হিংসা, অহংকার, আত্মমুখিতা, কৃপণতা, নিষ্ঠুরতা, লোভ, ক্রোধ, প্রদর্শনেচ্ছা, জগতমুখিতা ইত্যাদি ব্যাধি থেকে মানুষের আত্মাকে পবিত্র করে বিশ্বাস এর গভীরতা, আল্লাহ ও রাসূলের প্রতি গভীর প্রেম, সকল মানুষের প্রতি ভালোবাসা, আখিরাতমুখিতা,বিনয়,উদারতা,দানশীলতা,দয়াদ্রতা, সদাচরণ ইত্যাদি পবিত্র গুণাবলী অর্জন করে আল্লাহর বেলায়াত ও বন্ধুত্ব অর্জন করায় মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য। এই বইয়ে মূল আলোচনার বিষয় হল আল্লাহর বন্ধুত্ব লাভের উপায় সমূহ বা পথ। ২.বেলায়াতের রাস্তা হলো সকল ফরজ কাজ আদায় এবং বেশি বেশি নফল ইবাদত করা। ফরজ ইবাদতের ব্যাপারে মোজাদ্দেদ আলফেসানী বলেছেন, একটি ফরজ ইবাদত যদি তাহার সময়মতো সম্পাদিত হয়, তবে সহস্র বৎসরের উক্তরূপ নফল ইবাদত হইতে তাহা শ্রেষ্ঠতর। ৩.এই বইয়ে আল্লাহর বন্ধুত্ব লাভের সকল কর্মকে,তথা মুমিন জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায় দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম -বিশুদ্ধ ঈমান দ্বিতীয়- বৈধ উপার্জন তৃতীয়- বান্দার হক সংশ্লিষ্ট হারাম বর্জন চতুর্থ- আল্লাহর অন্যান্য আদেশ-নিষেধ বিষয়ক হারাম বর্জন পঞ্চম- ফরজ কর্মগুলো পালন ষষ্ঠ- মাকরূহ তাহরীমী বর্জন ও সুন্নাতে মুয়াক্কাদা কর্ম পালন সপ্তম -মানুষ ও সৃষ্টির সেবা ও কল্যাণমূলক সুন্নত নফল ইবাদত পালন অষ্টম -ব্যক্তিগত সুন্নত নফল ইবাদত পালন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের সমাজের ধার্মিক মানুষেরা প্রায়শই অষ্টম পর্যায়ের কাজ গুলোকে অত্যন্ত বেশি গুরুত্ব দেন, অথচ বাকি বিষয়গুলোর প্রকৃত গুরুত্ব আলোচনা বা অনুধাবনে ব্যর্থ হন। আল্লাহ রব্বুল আলামীন ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মের যতটুকু গুরুত্ব প্রদান করেছেন তাকে তার চেয়ে কম গুরুত্ব প্রদান করা যেমন কঠিন অপরাধ ও তাদের শিক্ষার বিরোধিতা, তেমনি বেশি গুরুত্ব প্রদান করা ও একই প্রকার অপরাধ। উদাহরণ হিসেবে বলেছেন,আমরা পাগড়ি-টুপি,জিকির, দস্তরখান ইত্যাদি বিষয়ে অত্যন্ত সচেতন কিন্তু ঈমান,বান্দার হক, হালাল উপার্জন, মানব সেবা সম্পর্কে উদাসীন। কেউ হয়তো গীবত, অহংকার, বান্দার হক নষ্ট, হারাম উপার্জন ইত্যাদিতে লিপ্ত,কিন্তু টুপি-পাগড়ি তাহাজ্জুদ ইত্যাদি অষ্টম পর্যায়ের ইবাদতে অত্যন্ত নিষ্ঠাবান। বিশেষ দ্রষ্টব্য :সবগুলো বিষয়েই রেফারেন্স আছে আমি আসলে যেহেতু সামারি তৈরি করছি সে ক্ষেত্রে আমি রেফারেন্স টা দিলে আমার লেখা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি রেফারেন্সগুলো এভোয়েড করছি, আপনারা বিস্তারিত চাইলে বইটি পড়তে পারেন,লিংক দিয়ে দিচ্ছি । চলবে---- ইনশাআল্লাহ

No comments:

Post a Comment